28869

10/03/2025 মদন প্রাথমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি পাভেল, সম্পাদক নিউটন

মদন প্রাথমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি পাভেল, সম্পাদক নিউটন

প্রেজ বিজ্ঞপ্তি:

২ অক্টোবর ২০২৫ ২০:৫৪

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় নেত্রকোনার মদন উপজেলার সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ মাহমুদুর রহমান মির্জা পাভেলকে সভাপতি ও হাসানুল মান্না নিউটন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শামসুদ্দীন ও সাধারণ সম্পাদক ছাবেরা বেগম যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. শফিউল্লাহ, সহ-সভাপতি সালমা সুলতানা ও ওবায়দুল হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেরুন্নেসা খানম, নির্বাহী সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ লালন, নির্বাহী সম্পাদক তামান্না জাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, মো. সোহাগ হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম ও এনামুল হক ভূঁইয়া।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক সোহেল মিয়া ও নুসরাত জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম, অর্থ সম্পাদক মো. রুহুল আমিন ঠাকুর, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক উলি আবেদীন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোশারফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদুল করিম দিনু, আইন বিষয়ক সম্পাদক মহিবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আরও অনেকেই সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সভায় উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিষয়ে নতুন কমিটির সাধারণ সম্পাদক হাসানুল মান্না নিউটন বলেন, সকলের পরামর্শক্রমে আমাদের নতুন কমিটি দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে। সকলের সহযোগিতায় শিক্ষকদের অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা সোচ্চার ভুমিকা পালন করবো এবং সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা কামনা করছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]