10/08/2025 ২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
রাজ টাইমস ডেস্ক
৭ অক্টোবর ২০২৫ ২৩:৩৯
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ মঙ্গলবার সর্বোচ্চ ১ হাজার ৪৬৯ বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।
এর আগে গতকাল সোমবার দেশের বাজারে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয় ২ লাখ ৭২৬ টাকা।
স্বর্ণের সঙ্গে বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৬৫৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকা।