28882

10/08/2025 শাপলা প্রতীকে অনড় এনসিপি, ইসিতে পাঠাল ৭ নমুনা

শাপলা প্রতীকে অনড় এনসিপি, ইসিতে পাঠাল ৭ নমুনা

রাজ টাইমস ডেস্ক

৭ অক্টোবর ২০২৫ ২৩:৪১

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দের দাবিতে আবারও নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ মঙ্গলবার ইমেইলের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে সাতটি শাপলার নমুনা চিত্রও সংযুক্ত করা হয়।

চিঠিটি ইসি সচিবের বরাবর পাঠান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর ইসি সচিবালয়ের পাঠানো চিঠির জবাবে দলের অবস্থান জানানো হলো।

এনসিপি চিঠিতে জানিয়েছে, গত ২২ জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করার সময় তারা ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের অনুরোধ করে। পরে গত ৩ আগস্ট কমিশনে পাঠানো চিঠিতে শাপলার পাশাপাশি সাদা শাপলা ও লাল শাপলাকে বিকল্প হিসেবে প্রস্তাব করে। একইসঙ্গে শাপলার বিভিন্ন সংস্করণ বা ডিজাইন নিয়ে আলোচনায় আগ্রহও প্রকাশ করে দলটি।

পরে বৈঠকগুলোতেও এনসিপি শাপলাকে জাতীয় প্রতীকের হুবহু অনুলিপি নয়—বরং আলাদা নকশায় প্রদর্শনের প্রস্তাব দেয়। আজকের চিঠিতে সংযুক্ত সাতটি নমুনার বাইরে আরও বিকল্প ডিজাইন নিয়েও আলোচনায় প্রস্তুত থাকার কথা জানায় এনসিপি। এরপর গত ২৪ সেপ্টেম্বর এনসিপি নির্বাচন কমিশনের কাছে বিধিমালা সংশোধন করে শাপলা প্রতীক তালিকাভুক্ত করে বরাদ্দ দিতে দরখাস্ত করে।

চিঠিতে আরও বলা হয়, এনসিপি ৩ আগস্ট এবং ২৪ সেপ্টেম্বরের দরখাস্তের বিষয়ে নির্বাচন কমিশন অদ্যাবধি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। অর্থাৎ উক্ত দরখাস্ত দুটি অনিষ্পন্ন অবস্থায় রেখে নির্বাচন কমিশনের তরফ থেকে এনসিপি বরাবর ৩০ সেপ্টেম্বর চিঠি প্রেরণ করা বিধিসম্মত হয়নি বলে এনসিপি মনে করে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এনসিপি মনে করে গণমানুষের সঙ্গে শাপলা প্রতীক কেন্দ্রীক তার গভীর সংযোগ সম্পর্ক স্থাপিত হয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী, নেতৃবৃন্দকে দেশের জনগণের সঙ্গে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি এনসিপির নাই, ফলশ্রুতিতে শাপলা বাদে ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বেধে দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য সম্ভব নয়।

সার্বিক বিবেচনায় এনসিপি আশা করে, নির্বাচন কমিশন ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি ৯ (১) সংশোধন করে জাতীয় নাগরিক পার্টির অনুকূলে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]