28903

10/11/2025 জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের

জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের

রাজ টাইমস ডেস্ক

১০ অক্টোবর ২০২৫ ২০:১৯

জুলাই সনদ স্বাক্ষরের আগে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে পিআর বিষয়ে জনগণের মতামত নিতে হবে। জনগণের এই দাবি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।

শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে নির্বাচনী সংস্কারসহ ৫ দফা দাবিতে আয়োজিত গণমিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, পিআর জনগণ বোঝে না—এমন প্রচার চালানো হচ্ছে, কিন্তু দেশের অধিকাংশ মানুষই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এটি জনগণের ন্যায্য দাবি।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ একটি দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ বিঘ্নিত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।

একটি দলের সহযোগিতা না করার অভিযোগ তুলে তিনি বলেন, অনেকে মুখে দেশের স্বার্থের কথা বললেও বাস্তবে তারা কোনো সংস্কারে সহযোগিতা করছে না। নির্বাচন সংস্কারের ক্ষেত্রে সব দলের অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি হয়তো বাংলাদেশের কাছে নতুন, কিন্তু সারা পৃথিবীতে এটি জনপ্রিয় ও কার্যকর। বাংলাদেশের বিভিন্ন গোলটেবিল আলোচনায়, সেমিনার ও সম্পাদকীয়তে এই পদ্ধতির সুফল তুলে ধরা হয়েছে। তাই তিনি সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান, জুলাই সনদ স্বাক্ষরের আগে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]