28908

10/11/2025 আমরা জাল ভােট দেবো না কেউ দিতে আসলে প্রতিরোধ করবো: অধ্যাপক রফিকুল

আমরা জাল ভােট দেবো না কেউ দিতে আসলে প্রতিরোধ করবো: অধ্যাপক রফিকুল

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৫ ১৪:৩৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে আমরা নিজেরা কোনো জাল ভোট দিবনা , আর কাউকে দিতেও দিবনা। কোনো অপশক্তি ভোট জালিয়াতি করতে চাইলে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবো।

শনিবার সকালে রাজশাহী নগরীর ভিক্টােরিয়া কনভেনশন হলে রাজশাহী -২ সদর ও রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের নির্বাচন কেন্দ্র কমিটির প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে যদি কেউ ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অপচেষ্টা করে আমরা সাধারণ ভোটারদের নিয়ে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। কোনো অপশিক্তকে জবর দখল করে ভোটে জয়ী হতে দেয়া হবে না।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারে সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝ বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী-৩ আসনের জামায়াত মনোনিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা অব্দুল খালেক, রাজশাহী মহানগরী জামায়াতের অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট,তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]