2901

04/30/2025 সামুদ্রিক ভোর

সামুদ্রিক ভোর

সাহিত্য পাতা

১৩ জানুয়ারী ২০২১ ১৭:৪২

তোমাকে একটা সামুদ্রিক ভোর দেব,

রুপালি সাগরের জলে থালার মত কুসুম রঙের সূর্যটা

উঠবে তোমাকে দেখার জন্য,

নরম মিহি ভেজা বালুকাবেলায় আছড়ে পড়বে

হলদেরঙা মিষ্টি ঢেউ

রঙবেরঙের শামুক ঝিনুক আর দামী পাথর গুলো

ভেসে উঠবে ঢেউয়ের খেলায়,

জেলেরা তাজা মাছ নিয়ে ফিরে আসার অসাধারণ দৃশ্

দেখে তুমি মুগ্ধ হবে

তোমার আকন্ঠ তৃষ্ণা মেটাবে ঠান্ডা ডাবের জল

বালিকাদের ঝিনুক কুড়ানো দেখে তুমি আত্মহারা হবে

প্রবালের ফাঁকে ফাঁকে রঙিন মাছের বিচরণ তোমাকে

বিমোহিত করবে,

ভোরের আকাশের নানা রঙের খেলা দেখে মুগ্ধ হবে তুমি

শুভ্র গাংচিলের ডানায় তোমার স্বপ্ন গুলো আকাশে উড়বে

পরিযায়ী পাখিগুলো তাদের অসাধারণ গানে তোমাকে সুরের বন্যায় ভাসাবে

নীলাকাশ আর নীল জলের মিলনের দৃশ্য তোমাকে পুলকিত করবে,

একটা সামুদ্রিক ভোর তোমাকে দিতে চাই

তুমি কি নেবে!

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]