2916

05/01/2025 দ্বিতীয়বার অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ট্রাম্প

দ্বিতীয়বার অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ট্রাম্প

রাজটাইমস ডেক্স

১৪ জানুয়ারী ২০২১ ১৫:৪৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের ওপর আক্রমণে প্ররোচিত করে বিদ্রোহের উৎসাহ যোগানোর অভিযোগ তোলেন। চূড়ান্ত ফলাফলে অভিশংসনের পক্ষে ২৩২টি ভোট পড়ে বিপক্ষে পড়ে ১৯৭টি। দশজন রিপাবলিকান অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন।


প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পকে "স্বাধীনতা, স্ব-সরকার ও আইনের শাসনের" জন্য হুমকি বলে অভিহিত করেন। তবে ওহাইওর কংগ্রেস সদস্য কট্টর ট্রাম্প সমর্থক জিম জর্ডান বলেন, অভিশংসন "দেশকে ঐক্যবদ্ধ করে না। এই সবই রাজনীতি সম্পর্কিত।" তিনি বলেন, ডেমোক্র্যাট প্রতিনিধিরা, " প্রেসিডেন্টকে বাতিল করতে চান।"

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসনের জন্য প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের অধীনে যথেষ্ট ভোট ছিল।
সূত্র : ভোয়া

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]