3003

05/01/2025 মেয়েকে খুনের জন্য ৫০ হাজার টাকায় ভাড়াটে খুনি নিয়োগ!

মেয়েকে খুনের জন্য ৫০ হাজার টাকায় ভাড়াটে খুনি নিয়োগ!

রাজটাইমস ডেক্স

২০ জানুয়ারী ২০২১ ১৫:০৪

মেয়েকে খুনের জন্য ৫০,০০০ টাকায় ভাড়াটে খুনি নিয়োগ করেছিল মা। স্থানীয় ব্রিজের নীচ থেকে উদ্ধার হল মেয়ের থ্যাঁতলানো, ক্ষতবিক্ষত দেহ। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ। নৃশংস এ ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশ্যার বালাসোরে।

৫৮ বছরের অভিযুক্ত মায়ের নাম সুকুরি গিরি। মেয়ে শিবানী নায়েককে (৩৬) খুনের জন্য প্রমোদ জানা নামে এক ভাড়াটে খুনিকে নিয়োগ করেন সুকুরি। ৫০ হাজার টাকায় ডিল হয় দু'জনের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুকুরি জানিয়েছেন তার মেয়ে অবৈধ মদের ব্যবসায় জড়িয়ে পড়েছিল। বহুবার নিষেধ সত্ত্বেও সে কোনও কথা শোনেনি। তারপরেই মেয়েকে খুনের সিদ্ধান্ত নেয় সে। নিয়োগ করেন ভাড়াটে খুনি।
পুলিশ সূত্রে আরও জানা যায়, সুকুরি প্রমোদ জানাকে ৮০০০ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন মেয়েকে মারার জন্য। খুনের পরে বাকি টাকা দেওয়ার কথা ছিল।

গত ১২ জানুয়ারি খুন হয় শিবানী। বালাসোরের নাগ্রাম এলাকার একটি ব্রিজের তলা থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর পুলিশি তদন্তে উঠে আসে মায়ের কীর্তি।

সূত্র: নিউজ এইটটিন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]