3154

09/28/2025 বাঘায় স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা

বাঘায় স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, বাঘা

২৯ জানুয়ারী ২০২১ ০১:৪১

রাজশাহীর বাঘা উপজেলায় সপ্তম শ্রেনিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর পিতা বাদি হয়ে গিয়াস উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার হরিরামপুরের রুপপুর গ্রামের লিলু উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ছাত্রীর পরিবার বিয়েতে রাজি না হওয়ায় ১৪ জানুয়ারী ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে ২১ জানুয়ারী ছাত্রীর পিতা বাদি হয়ে মামলা দায়ের করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।

 

এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]