3183

10/03/2025 বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি ২৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি ২৫ লাখ ছাড়াল

রাজটাইমস ডেক্স

৩০ জানুয়ারী ২০২১ ১৪:২০

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৫‌ লাখ ৮৬ হাজার ৫১৫ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ২২ লাখ ১৪ হাজার ২০৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৮৭১ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৬০৬ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ১২৮ জন।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৪৮৭ জন। এর মধ্যে ১ লাখ ৫৪ হাজার ১৭৬ জনের মৃত্যু হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]