3790

08/03/2025 লা লিগা: ফেব্রুয়ারির সেরা মেসি

লা লিগা: ফেব্রুয়ারির সেরা মেসি

রাজটাইমস ডেস্ক

৭ মার্চ ২০২১ ০২:৩০

ইচ্ছের বিরুদ্ধে বার্সেলোনায় থেকে গিয়েছিলেন বলেই কি-না কে জানে, ২০২০-২১ মৌসুমে লিওনেল মেসি সেভাবে নজর কাড়তে পারছিলেন না। তবে বাজে সময় পেছনে ফেলে আর্জেন্টাইন তারকা এখন দারুণ খেলছেন। ফেব্রুয়ারি মাস জুড়ে পুরোনো রূপে দেখা গেছে তাকে। যার পুরস্কারও পেলেন বার্সেলোনা অধিনায়ক।

লা লিগায় ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় হয়েছেন মেসি। চলতি মৌসুমে প্রথমবারের মতো ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতলেন আর্জেন্টাইন তারকা। এ সময় তিনি পাঁচ লিগ ম্যাচে সর্বোচ্চ সাত গোল করেন। সতীর্থদের করা দুই গোলে রাখেন সরাসরি অবদান।

আলাভেস ও এলচের বিপক্ষে গোল করেছিলেন দুটি করে, একটি করে রিয়াল বেতিস, কাদিস ও সেভিয়ার বিপক্ষে। কোপা দেল রেতে গ্রানাদা ও সেভিয়ার বিপক্ষে এবং চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষেও খেলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। ১৯ গোল নিয়ে লা লিগায় গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন মেসি।

 

 

সূত্র: দেশ রুপান্তর

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]