4374

04/30/2025 লকডাউন শুরু : ঢাকার রাস্তায় যানবাহন, মানুষের অপেক্ষা

লকডাউন শুরু : ঢাকার রাস্তায় যানবাহন, মানুষের অপেক্ষা

রাজটাইমস ডেক্স

৫ এপ্রিল ২০২১ ১৬:০৯

বাংলাদেশে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। তবে গত বছরের তুলনায় অনেক শিথিলভাবে শুরু হয়েছে এবারের লকডাউন।

লকডাউনের মধ্যে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকার কথা থাকলেও, ঢাকার রাস্তায় বাস না থাকলেও প্রাইভেটকার, সিএনজি, রিক্সা চলতে দেখা গেছে।


সীমিত পরিসরে যেসব অফিস খোলা থাকবে, তাদের কর্মীদের নিজস্ব ব্যবস্থাপনায় অফিসে আনা নেয়ার কথা। কিন্তু সকালে অফিসে যাওয়ার জন্য যানবাহনের অপেক্ষায় অনেক মানুষজনকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এমনকি গুলশান এলাকায় সরকারি বিআরটিসির বাস চলতেও দেখা গেছে।

* সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে
* আজ সকাল থেকে সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট চলবে না

* সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া যাবে না

* আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

* বিদেশগামী ও আগত যাত্রীরা কোয়ারেন্টিনের শর্ত মেনে চলাচল করতে পারবে

* গতকাল প্রথমবারের মত দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

* বাংলাদেশের মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন

* বাংলাদেশে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ২৬৬ জন।

সূত্র : বিবিসি

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]