4983

08/08/2025 কাল ব্যাংক খোলা, শেয়ারবাজারেও লেনদেন হবে

কাল ব্যাংক খোলা, শেয়ারবাজারেও লেনদেন হবে

রাজটাইমস ডেস্ক

১২ মে ২০২১ ০২:৫৭

কাল বুধবার দেশের সব ব্যাংক খোলা থাকবে। একই সঙ্গে শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন হবে। কারণ, সরকারি ছুটি শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। তবে এ নিয়ে পৃথক প্রজ্ঞাপন দেবে না বাংলাদেশ ব্যাংক।
 
সাধারণত ২৯ রমজান থেকে সরকারি ছুটি শুরু হয়। কাল বুধবার ২৯ রমজান। তবে এবার ২৯ রমজানে সরকারি অফিস খোলা থাকছে। করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণের জন্য ঈদের ছুটি সংক্ষিপ্ত করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কাল অফিস ও ব্যাংক খোলা থাকছে।
 
এদিকে ব্যাংকগুলোতে এখন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন হচ্ছে। শেয়ারবাজারে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।
 
এদিকে ঈদের কারণে ব্যাংকগুলোতে লেনদেনের চাপ বাড়লেও আজ তেমন ভিড় ছিল না। কারণ, ইতিমধ্যে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন। আবার অনেকে যাওয়ার অপেক্ষায়। তবে শপিং মলগুলোতে বেশ ভিড় দেখা গেছে।
 
 
 
 
 
সূত্র: প্রথম আলো
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]