5042

05/02/2025 রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৯ মে ২০২১ ০০:১২

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে ডুবে নাইম হোসেন (১৭) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে সাড়ে ৫ টার দিকে নদীতে গোসল করতে নেমে নদীতে তলিয়ে যায়। পরে রাত সাড়ে ১১ টায় নাইমের লাশ মাছ ধরার জালে উঠে আসলে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নাইম হোসেন আরিজপুর গ্রামের ফরহাদ হোসের ছেলে। নাইম গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২১ সালের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। সোমবার নাইম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পর সন্ধ্যায় নদীর ধারে তার গামছা-লুঙ্গী দেখে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজন পানিতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে ফায়ার সার্ভিসের ডুবরী দলকে খবর দিলে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থালে পৌছেলে রাত সাড়ে ১১ টায় নাইমের লাশ মাছ ধরার জালে উঠে আসলে ফায়ারসার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]