5069

05/01/2025 নাইজেরিয়ার সেনাপ্রধান বিমান বিধ্বস্ত হয়ে নিহত

নাইজেরিয়ার সেনাপ্রধান বিমান বিধ্বস্ত হয়ে নিহত

রাজটাইমস ডেক্স

২২ মে ২০২১ ১৫:১১

নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু (৫৪) বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে অন্যরাও মারা যান।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

নাইজেরীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির রাজধানী থেকে ১৮০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
উল্লেখ্য, গত জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সী আত্তাহিরু। দেশটিতে চলমান জঙ্গি তৎপরতা দমনে সরকারের তৎপরতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এ দায়িত্ব দেয়া হয়েছিল।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]