526

09/28/2025 চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

রাজটাইমস ডেস্ক

১৭ আগস্ট ২০২০ ২১:১৮

রাজশাহীর চারঘাট থানায় দুই শিশু ধর্ষণ মামলার আসামী প্রান্তিক (১৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) রাতে সরদহ থানাপাড়া এলাকায় উপ-পরিদর্শক মুনছুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করে চারঘাট মডেল থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) গ্রেফতার প্রান্তিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু। তিনি বলেন, মামলা দায়েরের পর থেকে আসামী গ্রেপ্তার করতে মাঠে নামে পুলিশ। অবশেষে সরদহ থানাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৫ আগস্ট) চারঘাটের গোপাল পুর গ্রামের দুই শিশুকে ধর্ষণ করে একই এলাকার মৃত আবুর ছেলে প্রান্তিক। এই ঘটনায় চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের হয়।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]