05/02/2025 রাবিতে ঈদুল আযহার ছুটি ১৫-২৯ জুলাই
কে এ এম সাকিব, রাবি
৭ জুলাই ২০২১ ২২:৪০
দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের ধারাবাহিকতায় আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম। একই সাথে আসন্ন ঈদুল আযহার ছুটি চলবে আগামী ১৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত।
বুধবার (৭ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে এই সময়ে অতীব জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে অফিস প্রধানগণ সীমিত জনবল নিয়ে অফিস চালু রাখতে পারবেন জানানো হয়।
এছাড়া জরুরি বিভাগ পানি, বিদ্যুৎ, চিকিৎসা, মালী, প্রহরা ও টেলিফোন যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়।