5826

04/30/2025 জার্মানিতে ভারী বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

জার্মানিতে ভারী বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক

১৬ জুলাই ২০২১ ০২:৪৭

জার্মানিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

জার্মান সরকারের এক মুখপাত্র টুইট বার্তায় জানিয়েছেন, ভয়াবহ এই দুর্যোগে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল শোকাহত হয়েছেন।

জার্মান পুলিশ জানিয়েছে, আরো বহু লোক বন্যার কারণে নিখোঁজ রয়েছে। বন্যার তোড়ে জার্মানির শহরের সড়ক ভেসে গিয়েছে। এছাড়া বিভিন্ন স্থানের কিছু বাড়িঘর ধসে পড়েছে।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কবলেজের পুলিশ জানিয়েছে, বন্যায় চার জন মারা গেছে। অপরদিকে ৫০ বাসিন্দা তাদের বাড়ির ছাদে আটকা পড়েছেন।

অপরদিকে পশ্চিমাঞ্চলীয় ইউস্কিরচেন কাউন্টির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ওই এলাকায় আটজন মারা গেছে। এছাড়া ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]