6988

05/10/2025 ইউএনওর সহযোগিতায় ঋণ মুক্ত বাঘার সেই অটো চালক জায়দা

ইউএনওর সহযোগিতায় ঋণ মুক্ত বাঘার সেই অটো চালক জায়দা

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২১ ০০:২০

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় ঋণমুক্ত হলেন ব্যাটারিচালিত অটোরিকশার সেই নারী চালক জায়দা। গত ৯ অক্টোবর ‘জায়দার জীবন যুদ্ধ’ শিরোনামে জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে এলে সহযোগিতার হাত বাড়িযে দেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।

সোমবার (১১ অক্টোবর) জায়েদাসহ বাঘা শাখার এনজিওর কর্মকর্তাকে ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে ঋণের ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পরিশোধ করে তাকে ঋণমুক্ত করা হয়।

জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে ৫০ বছর বয়সের একজন নারীর সাহসিকতায় মুগ্ধ হয়ে নিজস্ব তহবিল থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাঘা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাঘা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাশেদ আহমেদ, মৎস্য অফিসার আমিরুল ইসলাম, বিআরডিবি অফিসার এমরান আলীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]