7503

05/01/2025 রাবির শেখ হাসিনা হলের নির্মাণ কাজ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

রাবির শেখ হাসিনা হলের নির্মাণ কাজ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর ২০২১ ০৪:০৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের জন্য দশতলা বিশিষ্ট 'শেখ হাসিনা' আবাসিক হলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি আনুষ্ঠানিকভাবে এ হলের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাংসদ মো. আয়েন উদ্দীন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আদিবা আনজুম মিতা প্রমুখ

উল্লেখ্য, সংশ্লিষ্ট ঠিকাদাররা ইতোমধ্যে হলের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছেন। শিক্ষামন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে আজ মূল নির্মাণ কাজ শুরু হলো।



প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]