7670

05/01/2025 প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, বহিষ্কার ছাত্রলীগ নেতা

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, বহিষ্কার ছাত্রলীগ নেতা

রাজটাইমস ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২১ ০৬:২৭

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ভয়-ভীতি দেখানোর অভিযোগে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সোহাগ নিলয়কে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি নেতা তবিবর রহমান তবিকে অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করার অভিযোগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে তাকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে শুক্রবার উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে শাহরিয়ার সোহাগ নিলয় অস্ত্র হাতে দোকানদারকে ভয়-ভীতি প্রদর্শন করেছে। এ জন্য বৃহস্পতিবার রাতে তাকে ছাত্রলীগ থেকে বরখাস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী অভিকে মেরেছিল। পরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিলয় তার অনুসারীদের নিয়ে এসে অস্ত্র হাতে তবিকে ভয়-ভীতি দেখায়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]