7904

08/08/2025 চিত্রনায়ক সোহেল রানা লাইফ সাপোর্টে

চিত্রনায়ক সোহেল রানা লাইফ সাপোর্টে

রাজটাইমস ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২১ ০৭:২০

চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিনেতার স্ত্রী জিনাত বেগম বলেন, তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কী যে হয় জানি না।

সোহেল রানা গত কয়েক দিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।

২৫ ডিসেম্বর রাতে সোহেল রানাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এর দুদিন পর জানা যায়, চিকিৎসকেরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, খাওয়া-দাওয়ায় কষ্ট হচ্ছে।

করোনার আগে থেকেই নিজ বাসায় অবস্থান করছিলেন সোহেল রানা। এর মধ্যে একটি সিনেমায় অভিনয় করার কথা থাকলেও, তা করা হয়নি।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]