8034

08/15/2025 পুত্রসহ প্রতিমন্ত্রী পলক করোনায় আক্রান্ত

পুত্রসহ প্রতিমন্ত্রী পলক করোনায় আক্রান্ত

ডেক্স রির্পোট

৬ জানুয়ারী ২০২২ ০৩:১৮

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ এসেছে তার দুই ছেলেরও। গতকাল মঙ্গলবার রাতে প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে বিষয়টি জানান।

প্রতিমন্ত্রী লেখেন, কিছুক্ষণ আগে কোভিড টেস্টের রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজ ছেলে অর্জনের কোভিড পজিটিভ এসেছে।

তিনি তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

সূত্র: মানব জমিন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]