8094

07/12/2025 মাথায় আঘাতের পর সৎ মাকে জবাই করে হত্যা

মাথায় আঘাতের পর সৎ মাকে জবাই করে হত্যা

রাজটাইমস ডেস্ক

৮ জানুয়ারী ২০২২ ১৯:২২

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদরৃ ইউনিয়নের গলাইকুড়া গ্রামে রাবেয়া বেগম (৬০) নামে এক নারীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তার সতীনের ছেলে শাহিন (২০)। শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে ঘটনাটি ঘটে।

নিহত রাবেয়া বেগম ওই গ্রামের ইসরাইলের স্ত্রী। পরে ঘটনাস্থল থেকে শাহিনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, সদর ইউনিয়নের গলাইকুড়া গ্রামের ইসরাইলের প্রথম স্ত্রীর ছেলে শাহিন তার বাবা এবং সৎ মায়ের সঙ্গে এক বাড়িতে বসবাস করছিল। আজ বিকালে খাবার পানি তোলার মোটরের সুইচ দেওয়াকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে ঝগড়া বাধে। বাগবিতণ্ডার একপর্যায়ে শাহিন দা দিয়ে সৎ মা রাবেয়া বেগমের মাথায় একাধিকবার আঘাত করেন। এতে রাবেয়া বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তখন শাহিন মাকে জবাই করেন। পরে স্থানীয়রা জানতে পারলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির বলেন, ‘শাহিন নিহত রাবেয়া বেগমের সতীনের ছেলে। কী কারণে হত্যা করলো তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত করলে জানা যাবে। সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শাহিনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত রাবেয়া বেগমের বড় ভাই লোকমান আলী থানায় একটি হত্যা মামলা করেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com