8264

05/02/2025 রাসিক মেয়রের সুস্থতা কামনায় রাবি উপাচার্য

রাসিক মেয়রের সুস্থতা কামনায় রাবি উপাচার্য

রাজ টাইমস

১৭ জানুয়ারী ২০২২ ১০:৫৬

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার সুস্থতা কামনা করেছেন।

রোববার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সুস্থতা কামনা করেন তিনি।
এছাড়াও মেয়রের সুস্থতা কামনায় বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ অন্যান্য মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শুক্রবার (১৪ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ঢাকায় অবস্থানরত রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার প্রাপ্ত রেজাল্টে রাসিক মেয়র করোনা পজিটিভ সনাক্ত হন। নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]