839

04/30/2025 রাবির অফিসিয়াল ফেসবুক পেজ চালু

রাবির অফিসিয়াল ফেসবুক পেজ চালু

নিজস্ব প্রতিবেদক, রাবি

৯ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪৫

University of Rajshahi নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপাচার্য ভবনের সম্মেলন কক্ষে এই ফেসবুক পেজের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।

এর আগে ফেসবুক পেজের অ্যাডমিন ও জনসংযোগ দফতরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এছাড়াও তিনি মাল্টিমিডিয়া প্রজেক্টরে নানা তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আব্দুস সালাম, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর আবু বকর মো. ইসমাইল, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

facebook.com/rajshahi.university.ac.bd লিঙ্কের এই ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য, সংবাদ বিজ্ঞপ্তি, ছবি, ভিডিও ইত্যাদি পাওয়া যাবে।

কাফি/০২

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]