8571

08/16/2025 বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ কোটি ৩৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ কোটি ৩৫ লাখ ছাড়াল

রাজটাইমস ডেস্ক

৬ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪১

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯ কোটি ৩৫ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৭৫৪ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৫৭ লাখ ৫১ হাজার ৫৮৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ কোটি ২৬ লাখ ৪৩ হাজার ৮৭৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ২৩ হাজার ৬২৪ জন। আর মৃত্যু হয়েছে ৯ লাখ ২৫ হাজার ৬৫৫ জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]