879

04/30/2025 বাবরের সমালোচকদের একহাত নিলেন কামরান

বাবরের সমালোচকদের একহাত নিলেন কামরান

রাজটাইমস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২০ ২২:০২

 

সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন পাক-ক্যাপ্টেন বাবর আজম। ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টিতে ভালো করলেও টেস্টে ভরাডুবি হয়েছে পাকিস্তান দলের। আর এজন্যই অনেকেই দুষছেন তাকে।

শুধু পাকিস্তানের ক্রিকেট ভক্তরা নয় তার সমালোচনায় মেতেছেন সাবেক পাক তারকা ক্রিকেটাররাও। তবে এসব সমালোচকদের জবাব দিলেন দেশটির উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল।

বাবরকে নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে পাক-উইকেট রক্ষক বলেন, ‘বড় ট্র্যাজেডি হলো, লোকে আমাদের এক নম্বর ব্যাটসম্যান বাবর আজমের সমালোচনা শুরু করেছে যে সে যথেষ্ট দ্রুতগতিতে রান করছে না বা ম্যাচ জেতাচ্ছে না। অথচ আমাদের উন্নতি করতে হলে, সমালোচনা না করে উৎসাহ দেয়া উচিত ওকে।’

সামলোচনা না করে বরং উৎসাহ দেওয়ার আহবান জানিয়ে তিনি আর ও বলেন, ‘দল হিসেবে এগোতে হলে বাবরের মতো একজনের সমালোচনা না করে তাকে প্রেরণা জোগানো উচিত। এ দায়িত্ব ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি। তাদের উচিত নিজেদের পছন্দের কয়েকজনের কথা শুধু না ভেবে, সব ক্রিকেটারদের দেখভাল করা ও আত্মবিশ্বাস বাড়ানোয় সহায়তা করা।’ তথ্যসূত্র: ডেইলি টাইমস

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]