8968

08/15/2025 গুরুদাসপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

গুরুদাসপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ ২০২২ ১০:১৯

নাটোরের গুরুদাসপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার তুহিন (১৮) নিহত হয়েছেন। নিহত তুহিন রাজশাহীর পুঠিয়া থানার ঝলমলিয়া এলাকার আমিরুল ইসলামের ছেলে।

বুধবার দুপুরে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বিশ্বরোডের মশিন্দা মাঝপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী বাস আদর স্পেশালের (রাজ মেট্রো-ব-১১-০০৭৭) সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাসের হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তুহিনের মৃতদেহ তাঁর পরিবারের লোকজন বাড়ি নিয়ে যায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]