978

07/09/2025 কোভিড-১৯ এ আক্রান্ত কানাডার বিরোধী দলীয় নেতা

কোভিড-১৯ এ আক্রান্ত কানাডার বিরোধী দলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৯

বিশ্ব মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার রক্ষণশীল বিরোধী দলীয় নেতা ইরিন ও’টলি। এএফপি

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার আক্রান্ত হওয়ার খবর তার দফতরের বরাত দিয়ে প্রচার করে বার্তা সংস্থা এএফপি।

এই বিরোধীদলীয় নেতা আক্রান্ত হওয়ার আগের দিন আক্রান্ত হন ফেডারেল পার্টির আরেক নেতা ইভেস-ফ্রাঙ্কোইস ব্লানচেট।

দফতরের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয় আক্রান্ত দুই নেতা ও’টলি ও ব্লক কুইবাকোইস নেতা ইভেস-ফ্রাঙ্কোইস ব্লানচেট উভয়ই ভালো অনুভব করছেন এবং তারা সেলফ-আইসোলেশনে রয়েছেন।

স্টাফদের সংস্পর্শে আসার পর তারা আক্রান্ত হন বলেই জানানো হয় বিবৃতিতে।

তবে স্ত্রী ও শিশু সুস্থ থাকায় অনেকটা স্বস্তিতে আছেন জানায় ও’টলি।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com