বাঘায় অপহরণের ২৬ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১ ২৩:৪০; আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ১৬:১২

ফাইল ছবি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় অপরহরণের দীর্ঘ ২৬ দিন পর দশম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১৫) উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ এপ্রলি) রাতে নাটোর জেলার বাগাতিপাড়া থানার বাগাতি পাড়া এলাকায় থেকে তাকে উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, আড়ানী মনোমোহিনী সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ দশম শ্রেণীর ছাত্রী প্রতিদিন সকালে মনোমোনী সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। ১০ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আড়ানী ডিগ্রী কলেজের কাছে আসা মাত্র বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার পিয়াদা পাড়া গ্রামের একরাম আলীর ছেলে আলিফ আলী (২০) এর নেতৃত্বে ৩ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। পরে সকলে মিলে স্কুল ছাত্রীকে জোরপূর্বক একটি মটর সাইকেলে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থাল ত্যাগ করে।

স্কুল ছাত্রীর মা ১২ মার্চ ৩ জনকে আসামী করে অপহরণের মামলা করেন। অপহরণের ২৬ দিন পার এ মামলা আই ও প্রজ্ঞাময় মন্ডল বাগাতিপাড়া থানা বাগাতি পাড়া এলাকায় থেকে ৫ এপ্রিল রাতে উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রীকে মঙ্গল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top