নেই নিয়মিত অনেকেই

কাল থেকে শুরু জাতীয় ফুটবল দলের ক্যাম্প

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ আগস্ট ২০২০ ০১:৪১; আপডেট: ৫ আগস্ট ২০২০ ০২:২২

ফাইল ছবি

আগামীকাল (৫ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প।

৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্যবিধির আলোকে তিনভাগে বিভক্ত হয়ে গাজীপুরের এক রিসোর্টে শুরু হবে এই ক্যাম্প।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের বাকি চারটি ম্যাচের জন্য এই ক্যাম্প।

৩১ জন ফুটবলার যথাক্রমে প্রথমভাগে আগামীকাল (৫ আগস্ট) ও বৃহস্পতিবার (৬ আগস্ট) ১২ জন করে ও শুক্রবার (৭ আগস্ট) ৭ জন যোগ দিবেন ক্যাম্পে।

ক্যাম্পে ওঠার আগে ব্যক্তিগতভাবে ও বাফুফের উদ্যোগে দুই দফায় হবে করোনা পরীক্ষা।

এদিকে দেশের বাইরে থাকায় ক্যাম্পে আসছেন না দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও নতুন ডাক পাওয়া তারিক রায়হান কাজী।

অন্যদিকে চোটের কারণে মাসুক মিয়া জনি, মতিন মিয়া ও আতিকুর রহমান ফাহাদ আসতে পারবেন না।

আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্থগিত হয়ে থাকা বাছাইপর্ব। আফগানিস্তান ছাড়াও দেশের মাটিতে ভারত (১২ নভেম্বর) ও ওমানের (১৭ নভেম্বর) বিপক্ষে খেলবেন বাংলাদেশীরা। অন্য ম্যাচটি কাতারের বিপক্ষে দোহায় ১৩ অক্টোবর। চার ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তলানিতে আছে বাংলাদেশ।

৫ আগস্ট ক্যাম্পে যোগ দিতে যাওয়া খেলোয়াড়েরা: পাপ্পু হোসেন, বিশ্বনাথ ঘোষ, নাজমুল ইসলাম রাসেল, এম এস বাবলু, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মনজুরুর রহমান মানিক, মো: আব্দুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও মাহবুবুর রহমান।

৬ আগস্ট: আনিসুর রহমান, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান, আরিফুর রহমান, শহিদুল আলম, সাদ উদ্দিন, সোহেল রানা, মো: ইব্রাহিম, রহমত মিয়া, রিয়াদুল হাসান, রাকিব হোসেন ও টুটুল হোসেন বাদশা।

৭ আগস্ট: তৌহিদুল আলম সবুজ, তপু বর্মন, মামুনুল ইসলাম মামুন, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, ইয়াসিন খান ও নাবীব নেওয়াজ জীবন।

খবর-প্রথম আলো

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top