স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যান্ড্রয়েড অটো অ্যাপ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২২ ০৫:৫৯; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৪:৪২

ছবি: প্রতীকি

এক বছর আগে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে ‘অটো’ অ্যাপ বন্ধের ঘোষণা দিয়েছিল গুগল। এবার সকল সংস্করণ থেকে অ্যান্ড্রয়েড অটো অ্যাপ সরিয়ে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

বর্তমানে অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্লাটফর্মে দেখা গেলেও এতে বেশকিছু পরিবর্তন এসেছে। পুরনো অ্যান্ড্রয়েড সংস্করণের ব্যবহারকারীরা যদি এখন অ্যাপটিতে প্রবেশ করেন তাহলে তাদেরকে একটি শুভেচ্ছা বার্তা দেখানো হবে। যেখানে শিগগিরই ফোন স্ক্রিনের জন্য অ্যান্ড্রয়েড অটোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে জানানো হবে।

অ্যাপে প্রবেশের সময় মেসেজ দেখা গেলেও কবে থেকে পরিষেবাটি বন্ধ করা হবে, সে বিষয়ে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে যারা পরিষেবাটি ব্যবহার চালিয়ে যেতে চান তাদেরকে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোডে পরিবর্তিত হতে হবে। যারা বর্তমানে অ্যান্ড্রয়েড অটো মোবাইল অ্যাপ ব্যবহার করছে, তাদের স্বয়ংক্রিয়ভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডে স্থানান্তর করা হবে।

তবে যারা যানবাহনে অ্যান্ড্রয়েড অটো ব্যবহার করেন, তারা এ অভিজ্ঞতা হারাবেন না।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top