১০৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ২৩:০৬; আপডেট: ২৬ জুলাই ২০২৫ ০৪:১৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয় নিয়ে আগেই টি-টোয়েন্টি সিরিজ ঘরে তোলে বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টি জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল টাইগারদের সামনে। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিলো না। প্রথমে ব্যাট করে ১৭৮ রান করার পর বাংলাদেশকে ১০৪ রানে গুটিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান।

প্রথম দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ১১০ ও ১২৫ রানে অলআউট হলেও আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ১৭৮ রানের বড় স্কোর গড়ে পাকিস্তান। তাতেই আসে ৭৪ রানের জয়। শেষ ম্যাচ জিতে সান্ত্বনা নিয়েই দেশে ফিরতে পারছে সালমান আলী আগার দল।

১৭৯ রান বর্তমান টি-টোয়েন্টির বিচারে বড় লক্ষ্য না হলেও মিরপুরের মতো পিচে সেটি যথেষ্ট। আর রান তাড়ায় বাংলাদেশের শুরুটাও হয়েছে অত্যন্ত বাজে। প্রথম দুই ওভারের মধ্যে তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে হারানোর পর পাওয়ার প্লেতেই হারায় ৫ উইকেট। এই সময়ে মাত্র ২৯ রান করে টাইগাররা। একে একে ফিরে যান মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও শেখ মেহেদি হাসান। এক পর্যায়ে ৪১ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এর মধ্যে নাঈম শেখ (১০) ছাড়া কেউই দুই অঙ্কের রানও স্পশ করতে পারেননি।

নাসুম আহমেদকে নিয়ে অষ্টম উইকেটে ২৪ রান যোগ করে হারের ব্যবধান ছোট করেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ পর্যন্ত তার ৩৪ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করেই ১০৪ রান করে অলআউট হয় বাংলাদেশ। ৭৪ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়ায় পাকিস্তান।

এদিন, টসে জিতে আজ পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান লিটন দাস। আগের দুই ম্যাচে শুরুতে বিপর্যয় দেখলেও আজ ঝোড়ো সূচনা এনে দেন ফখরের বদলে একাদশে সুযোগ পাওয়া সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। পাওয়ার প্লেতেই ৫৭ রান তোলা এই দুই ওপেনার গড়েন ৮২ রানের জুটি। অষ্টম ওভারের পঞ্চম বলে সাইমকে ফিরিয়ে সাফল্য এনে দেন নাসুম আহমেদ। দীর্ঘ প্রায় ২ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা এই তারকা পরে আরও একটি উইকেট পান। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে এই দুই উইকেট পান তিনি।

পাকিস্তান দলের সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা দ্বিতীয় ব্যাটার হিসেবে ফেরেন দলীয় ৯৩ রানে। ৪১ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৬৩ রান করেন তিনি। এদিন টানা তৃতীয় ইনিংসে ব্যর্থ হলেন পাকিস্তানের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরা মোহাম্মদ হারিস। তবে ১৭ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলেন হাসান নওয়াজ।

হুসাইন তালাত, ফাহিম আশরাফরা ব্যর্থ হলেও মোহাম্মদ নওয়াজের ১৬ বলে ২৭ রানের ইনিংসে ৭ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। নাসুম সবচেয়ে কম রান দিলেও ৪ ওভারে ৩ উইকেট দিয়ে বাংলাদেশের সেরা বোলিং ফিগার পেসার তাসকিন আহমেদের। বোলিং কোটা পূর্ণ করে ৩৮ রান দেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top