05/13/2025 একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক
২২ অক্টোবর ২০২২ ১৬:৩০
১. খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে উদ্বেগ আর উৎকন্ঠা
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে খুলনায়। নগরীর ডাকবাংলা মোড়ের সোনালী ব্যাংক চত্বরে আজ বিকাল ২টা থেকে শুরু হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। খবর যুগান্তর।
২. সুবিধা থেকেও কেন এক-ব্যক্তি কোম্পানি গঠন নগণ্য?
এক ব্যক্তি কোম্পানি (ওপিসি) কে উৎসাহিত করতে দায় সীমিত করে দেয়া হয়েছে৷ কিন্তু শিল্প উদ্যোগে এমন কোম্পানির সংখ্যা একেবারে নগন্য। খবর টিবিএসের।
৩. খুলনায় পরিবহন ধর্মঘটে কর্মহীন হাজারো শ্রমিক
খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে পরিবহণ ধর্মঘটে কর্মহীন হাজার হাজার শ্রমিক। দিনে আনে দিনে খায় এমন শ্রমিকরা ভোগান্তিতে পড়েছেন। খবর টিবিএসের
৪. আজ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব
আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর। বাছাইপর্ব থেকে যোগ্য হওয়া চারটি টিমও খেলবে এই পর্বে।
৫. রাতভর মঞ্চ পাহারা দিল বিএনপি নেতা-কর্মীরা
বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ খুলনা নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে আজ অনুষ্ঠিত হবে। তার আগেই সারারাত মঞ্চ পাহারা দিয়েছে দলটির নেতা-কর্মীরা। খবর যুগান্তরের।
৬. বাড়ছে না চাল উৎপাদন, আমদানিও নিরুৎসাহিত
দেশে চালের উৎপাদন কম হওয়ায় ঘাটতি মেটায় আমদানি। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় কমে গেছে আমদানিও। খবর বণিক বার্তার।