রাবিতে আবার ‘সেকেন্ড টাইম’ চালু, ভর্তি পরীক্ষা শুরু ২৯ মে

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:২৭; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৮:১৯

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ।

প্রথমবার অংশগ্রহণকারীরা ভর্তি পরীক্ষার জন্য দ্বিতীয়বারের মতো আবেদন করতে পারবেন।

সেই সঙ্গে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২৯ মে, চলবে ৩১ মে পর্যন্ত।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি উপকমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম।

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম জানান, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top