ভারতের জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে ১২ জনের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫ ১৭:৫৬; আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৩

- ছবি - ইন্টারনেট

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টিতে আচমকা বন্যায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এই বিধ্বংসী বিপর্যয়টি ঘটেছে কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে, বৃহস্পতিবার দুপুরের পর পরই।

সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এখন পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে।

হিন্দুদের তীর্থক্ষেত্র ‘মাচাইল মাতা’র মন্দিরের উদ্দেশে প্রতি বছর পুণ্যার্থীরা যে তীর্থযাত্রা করে থাকেন, তার শুরু হয় কিশতওয়ারের এই চাশোতি গ্রাম থেকেই। এই চাশোতি পর্যন্তই গাড়ি চলাচলের রাস্তা আছে, এরপর বাকি পথ হেঁটে যেতে হয়।

এদিনের আকস্মিক বন্যার পর এই বার্ষিক তীর্থযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানান।

ঘটনার পর পরই চাশোতি থেকে যে ভিস্যুয়ালস পাওয়া গেছে তাতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা কয়েকজন তীর্থযাত্রীকে উদ্ধারের কাজে সাহায্য করছেন।

ভারতের এনডিআরএফ বাহিনীর অন্তত ১৮০ জন সদস্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধারের কাজ চালাতে ঘটনাস্থলে দিকে রওনা হয়ে গেছেন।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, যিনি জম্মু ও কাশ্মীরের উধমপুর থেকে নির্বাচিত এমপি, তিনি জানিয়েছেন প্রশাসন ত্রাণ ও উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছে। আহতদের চিকিৎসার জন্য যাতে হেলিকপ্টারে উড়িয়ে আনা যায়, তারও ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top