বাঘায় বিএনপি নেতার বিরুদ্ধ ব্যবসায়ীকে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১; আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১
রাজশাহীর বাঘায় কীটনাশক ব্যবসায়ীকে হত্যার হুমকির প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। বিএনপি নেতার হত্যার হুমকির ভয়ে এক মাস যাবত তিনি ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছেনা। নিরুপায় হয়ে বাউসা ইউনিয়নের ভেড়ালীপাড়া গ্রামের আবু তাহের প্রামানিকের ছেলে কীটনাশক ব্যবসায়ী রবিউল হাসান জীবনের নিরাপত্তা চেয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে রবিউল হাসান লিখিত বক্তব্যে বলেন, বাউসা পূর্বপাড়া গ্রামের মৃত অয়েজ উদ্দিনের ছেলে বাউসা ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ ও বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম তার প্রতিষ্ঠানে ‘ল্যাব এ্যাসিসট্যান্ড’পদে চাকরি দেওয়ার নামে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেয়। এছাড়া চিকিৎসার জন্য ২ লাখ ৭৫ হাজার টাকাসহ পর্যায়ক্রমে বিএনপি নেতা রেজাউল করিম ৭ লাখ ৫০ হাজার টাকা নেয়। এ টাকা ফেরত চাইলে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি হুমকি প্রদান করে।
দেশের পট পরিবর্তনের পর বাউসা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ৭ লাখ টাকা দাবি করে। ভয়ে নগদ ২ লাখ টাকা স্থানীয় এক মেম্বরের মাধ্যমে ব্যাংকের চেকের মাধ্যমে ১ লাখসহ মোট ৩ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া সময়ে অসময়ে চাঁদা দাবি করা হচ্ছে। আমি নিরুপায় হয়ে পড়েছি। তার ভয়ে প্রায় এক মাস যাবত ব্যবসা প্রতিষ্টানে যেতে পারছি না।
২২ আগষ্ট দোকানে গিয়ে আবারও ৩ লাখ টাকা দাবি করে। এ টাকা না দিতে পারায় ১ সেপ্টেম্বর কাফনের কাপড় রেডি করে রাখভা হুমকি দেয়। ২ সেপ্টেম্বর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে চাচাতো ভাই শামীম উদ্দীন ও পিতা আবু তাহেরকে মারধর করে।
এ বিষয়ে ২ সেপ্টেম্বর সেনা বাহিনী ও চারঘাট ক্যাম্প কমান্ডারের কাছে বিএনপি নেতা রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
আপনার মূল্যবান মতামত দিন: