৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করল পিএসসি

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩ ১৮:০৪; আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ০১:৪৮

- ছবি - ফাইল

পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

'অনিবার্য কারণে' ৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

শুক্রবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে পিএসসি।

২৭ নভেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে ৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরপর বিরোধী দলগুলো হরতাল-অবরোধ কার্যক্রম শুরু করে।

এ কারণে পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন একদল পরীক্ষার্থী।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top