রাবিতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম'র বিজয় দিবস উদযাপন
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭:০১; আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ০০:২০
-2023-12-16-17-01-11.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটির সদস্যরা।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিজয় র্যালি বের করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় সংগঠনটির সহ-সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় বর্ধিত আলোচনা সভায় সভাপতি এস এম মারুফ বলেন, বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জানান দেয় বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এই দিনে তারা মানুষ রুপি হায়নাদের থেকে স্বাধীনতার অমৃত পেয়ালা ছিনিয়ে আনে। লাখো শহীদের আত্মত্যাগের ফসল হিসেবে চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাংলাদেশের। আজকের এই মহান দিনে শহীদ মুক্তিযোদ্ধা, সম্ভম হারানো মা-বোনসহ আত্মত্যাগী সকলের আত্মার মাগফেরাত কামনা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
এদিন বিজয়ের ভাবনায় রাবি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম'র উপর রচনা ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি শহিদুল ইসলাম মানিক, নাসির হেসেন, আবু হাসনাত মাহফুজ, সাধারণ সম্পাদক আজিম মোল্লা, দপ্তর সম্পাদক কামিনী ফাতেমা তিন্নী, প্রচারসম্পাদক তাজবীদ জাহান সাওদাসহ প্রায় অর্ধ শত সদস্য।
আপনার মূল্যবান মতামত দিন: