এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে পুসাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মো: বাবলু (অর্নব)- ক্যাম্পাস প্রতিনিধি: | প্রকাশিত: ২২ মে ২০২৫ ১৫:২৮; আপডেট: ২২ মে ২০২৫ ১৭:০১

ছবি: সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ বা পুসাব (PUSAB)-এর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার ৬০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সিনিয়র সদস্য হিসেবে ১১ জন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ৩৫ জন এবং সাধারণ সদস্য হিসেবে ১৪ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

গতকাল (বুধবার) পুসাব কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. সোহাগ হোসাইন এবং সার্চ কমিটির টিম লিডার সাকিব চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসানকে লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডেপুটি লিডার পদে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তামিম রানা এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল আরাবী জেরিন।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে পুসাব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে কাজ করে যাচ্ছে। সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে— শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, ক্যারিয়ার কাউন্সেলিং, সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন এবং শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top