ইবিতে বরিশাল ছাত্রকল্যাণ সমিতির বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ২০ মে ২০২৫ ১৮:৩৪; আপডেট: ২১ মে ২০২৫ ০২:৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতি’র বার্ষিক মিলনমেলা ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.রুহুল আমীন, আরবি বিভাগের অধ্যাপক ড. একেএম শামছুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে কর্মকর্তা আবুল কালাম আজাদসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হাদীসহ ইবিস্থ বরিশাল বিভাগের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. একেএম শামছুল হক বলেন, বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি একটি বিভাগের শিক্ষার্থীদের মিলনস্থল। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি পায়। আর বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি পুরাতন ঐতিহ্যবাহী সংগঠন।
বিশ্ববিদ্যালয়ে এটি সুনামের সাথে কার্যক্রম করে আসছে। আশা করছি সংগঠনের সকল শিক্ষার্থীদের সহযোগিতায় এটি ভবিষ্যতেও এগিয়ে যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: