ব্যাটারদের ব্যর্থতাই পরাজয়ের কারণ: সিমন্স
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৬; আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৮
জয়ের জন্য লক্ষ্য ১৩৬। আধুনিক ক্রিকেটে ১২০ বলে ১৩৬ রান মামুলি ব্যাপার। তবে এই রানই তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
১১ রানের পরাজয়ে শেষ হয়ে গেছে লিটন দাসের দলের ফাইনাল খেলার স্বপ্ন। এমন হারের জন্য বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ব্যাটসম্যানরা। সব দলকেই কোনো না কোনো সময় এমন দিনের মুখোমুখি হতে হয়। আজ (গতকাল) আমাদের তেমন দিন গেল; আমাদের সিদ্ধান্ত আর শট নির্বাচন ভালো হয়নি।’
দলের গুরুত্বপূর্ণ পজিশন চার নাম্বারে ব্যাটিং করেছেন শেখ মাহেদি হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে যার গড় ১১, আর স্ট্রাইকরেট ১০০। এমন একজনের কি আসলেই ৪ নম্বরে ব্যাটিং করার সামর্থ্য আছে? এই প্রশ্নে সিমন্স বলেন, ‘আপনি এটাকে ৪ নম্বর হিসেবে দেখছেন।
আমি দেখেছি, এমন একজনকে পাঠানো হচ্ছে, যিনি তখন পেসারদের সামলাতে পারতেন। তখনো পাওয়ারপ্লে চলছিল, তাই সে ফাস্ট বোলারদের বিপক্ষে বেশি খেলতে পারত।’
রান তাড়ায় নেমে বাংলাদেশের তাড়াহুড়ো ব্যাটিং নিয়ে সিমন্সের অভিমত, ‘আমাদের কোনো নির্দিষ্ট ওভারের মধ্যে তাড়া করার দরকার ছিল না। আমাদের শুধু ম্যাচ জিততে হতো।’
লিটন দাসের অভাব বোধ করেছেন জানিয়ে হেড কোচ আরও যোগ করেন, ‘দুই ম্যাচ আগেই বাংলাদেশ একই ব্যাটিং অর্ডার দিয়ে ১৬০ রান তাড়া করেছে। দারুণ ছন্দে থাকা অধিনায়ককে হারানো আমাদের জন্য বড় ইস্যু ছিল। আজকে ব্যাটারদের সিদ্ধান্ত খারাপ হয়েছে।’
আপনার মূল্যবান মতামত দিন: