রাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৩; আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০২

- ছবি - ইন্টারনেট

ভারতের বিপক্ষে ম্যাচে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ দল। চোটের কারণে খেলতে পারেননি লিটন দাস। বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসানকে। সেই ম্যাচে ভালো করতে পারেননি তানজিম হাসান সাকিব, তবে পারভেজ হোসেন ইমন দেখিয়েছেন আলো ছড়ানোর ইঙ্গিত।

আজ (বৃহস্পতিবার) ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও মাঠে নামছে টাইগাররা। প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। জয় পেলে ফাইনালে ওঠার আশা টিকবে, হারলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল গঠনে বেশ কিছু চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। চোট, ফর্মহীনতা ও সেরা কম্বিনেশন খোঁজার চ্যালেঞ্জের মধ্যে থাকতে পারে কয়েকটি পরিবর্তন।

ওপেনিংয়ে ইমন ও সাইফ হাসানকে আবারও সুযোগ দেওয়া হতে পারে। যদি লিটন দাস চোট কাটিয়ে ফিরতে পারেন, তাহলে তিন নম্বরে জায়গা পাবেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতের বিপক্ষে খেলেননি। আজও তার থাকা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও খেলার সম্ভাবনাই বেশি।

মিডল অর্ডারে আসতে পারে পরিবর্তন। শামিম হোসেনের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন নুরুল হাসান সোহান। কিপিংয়ে জাকের আলীর জায়গায়ও সোহানকে ভাবা হচ্ছে। ভারতের বিপক্ষে ব্যাট হাতে জাকের ছিলেন চাপে।

বোলিংয়েও আসতে পারে রদবদল। একাদশে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। মোস্তাফিজের সঙ্গী হতে পারেন তানজিম হাসান সাকিব কিংবা শরীফুল ইসলাম। অলরাউন্ডার হিসেবে জায়গা পেতে পারেন রিশাদ হোসেন। স্পিন আক্রমণে দেখা যেতে পারে শেখ মাহেদী ও নাসুম আহমেদকে।

সবকিছু মিলিয়ে আজকের ম্যাচে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী জানিয়েছেন,'যখন শ্রীলঙ্কার কাছে হারলাম, তখনও বলেছি—আমরা এখনো চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ওদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের জন্যও তেমনি। আমরা সাহস নিয়ে খেলব ইনশাআল্লাহ। লক্ষ্য একটাই—ফাইনাল ও চ্যাম্পিয়ন হওয়া।'

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন পাটোয়ারী/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন/নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top