রাবিতে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০; আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০২

সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মোখিক প্রতিশ্রুতির প্রক্ষিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল শুক্রবার থেকে কর্মবিরতি স্থগিত ঘোষণা করছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, যদি দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক-কর্মকর্তার ওপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয়, তাহলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিতকৃত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবেন।

এর আগে গতকাল বুধবার দুপুরে রাবি প্রশাসনের সাথে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কর্ম বিরতির কর্মসূচি স্থগিত করেন। এসময় তারা আগামী ৭ কর্ম দিবসের মধ্যে শিক্ষক-কর্মকর্তার ওপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা কার্যকরের দাবী জানান।
অন্য দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য সালে হাসান নকিব।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সকলের সাথে আলোচনা করে এর স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
এছাড়াও তিনি বলেন রাকসু নির্বাচন যথা সময়ে ঘোষিত তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে এর কোন ব্যত্যয় হবে না।
প্রসঙ্গত, গত শনিবার জুবেরী ভবনে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সাথে পোষ্য কোটা বিরোধী শিক্ষার্থীদের একাংশের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনায় রবিবার থেকে কর্মবিরতি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের কর্ম বিরতির ফলে ২৫ সেপ্টেম্বরের রাকসু নির্বাচন ২১ দিন পিছিয়ে ১৬ অক্টোবর করতে বাধ্য হয় নির্বাচন কমিশন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top