রাবি শাখা ছাত্রদলের উদ্যোগে মশা নিধন কর্মসূচি

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ১৯:১৮; আপডেট: ৯ জুলাই ২০২৫ ০০:৪৫

- ছবি - ইন্টারনেট

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আশঙ্কাজনক হারে বেড়েছে মশার প্রকোপ। এতে করে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা।

এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে মশার উপদ্রব কমাতে ফগার মেশিন ব্যবহার করে মশা নিধন কর্মসূচি পরিচালনা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কর্মসূচির নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলে এ মশা নিধন কর্মসূচি চালানো হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন তারা৷

কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে ছাত্রদল নেতা ফাইজাল গাজী অমি বলেন, 'সাধারণ শিক্ষার্থী হিসেবে যদিও এটা আমার কাজ না তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটু জাগ্রত করার জন্যই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। মশার উপদ্রবে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মাধ্যমে আমাদের প্রশাসনকে জানাতে চাই তারা যেনো শিক্ষার্থীদের সুবিধার্থে এ মশা নিধনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেন।'

সার্বিক বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, 'প্রতিনিয়ত মশার উপদ্রব বেড়ে চলার কারণে শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে তারা প্রশাসনের কাছে পদক্ষেপ নেওয়ার দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

তারই ধারাবাহিকতায় আমরা শিক্ষার্থীদের পাশে থেকে আজকের এ মশা নিধন কর্মসূচি করছি। ফগার মেশিনের মাধ্যমে আজকে শহীদ জিয়াউর রহমান হলে এ কর্মসূচি শুরু করেছি এবং আমরা চেষ্টা করবো ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি অব্যাহত রাখার।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top