রংপুরে ট্রাকচাপায় প্রাণ গেল চারজনের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ০৪:৫৪; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ০৯:১২

রংপুরে বালুবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হন। নিহতরা হলো অটোরিকশার চালক রাজা মিয়া (৪৫), গীতা রানি (৬০), শাহজাহান মিয়া (৫৫) এবং ৪ বছরের এক শিশু।
মঙ্গলবার দুপুর ১টায় নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় ঘটনাটি ঘটে। চিকিৎসকের বরাত দিয়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদুল আলম।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরে পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। অপরদিকে রংপুর থেকে ট্রাকটি পীরগাছা যাচ্ছিল। সরেয়ারতল এলাকায় আসলে ট্রাকটি অটোরিকশাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলে দুইজন প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- ধরণী (৩০), নবাব (৪৫) ও নবাব আলী (৫৭)। ঘাতক ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: