বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২২ ০৬:১৩; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১০:৫৮

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার কালিবালা দ্বিতীয় বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন বগুড়া সদরের ধরমপুর ওলিরবাজার এলাকার আলহাজ কাজলের ছেলে রেদোয়ান মিয়া (১৭) ও একই এলাকার শাহিনুর শেখের ছেলে সাদিক শেখ (২১)।
এদের মধ্যে রেদোয়ান বগুড়া এপিবিএন স্কুলের এবং সাদিক নুনগোলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেদোয়ান ও সাদিক মোটরসাইকেলে করে মাটিডালীর দিকে যাচ্ছিলেন। পথে কালিবালা এলাকায় ঢাকাগামী কাঁচামালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদিক ও রেদোয়ান নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানা এলাকার ফুলবাড়ি ফাঁড়ির এসআই আব্দুল কাইয়ুম জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: