শিবগঞ্জে আড়াই লাখ টাকার জাল ধ্বংস

শিবগঞ্জে আড়াই লাখ টাকার জাল ধ্বংস

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ ০৬:১০; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১২:৫৩

শিবগঞ্জে মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে জব্দ করা ৩৪টি চায়না দুয়ারি ও ৪টি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে শিবগঞ্জ মডেল মসজিদ সংলগ্ন মাঠে এসব জাল বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াত। প্রায় ৪০ হাজার মিটারের দীর্ঘ এই জালের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক জানান, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলা মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে বিভিন্ন সময় পদ্মা নদী থেকে ৪০ হাজার মিটারের এসব জাল জব্দ করা হয়। এরই ধারাবাহিকতায় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি মা ইলিশ সংরক্ষণে সকলকে সচেতনতা থাকার আহবান জানান তিনি।


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top