নয়াপল্টনে সংঘর্ষে আহত যুবদল নেতার মৃত্যু
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩ ২২:২৭; আপডেট: ১ আগস্ট ২০২৫ ০০:৩৯

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে এক যুবদল নেতা আহত হন। তাকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
তিনি জানান, ওই যুবদল নেতার নাম শামীম মোল্লা। তিনি মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সভাপতি। আজ (শনিবার) বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
আপনার মূল্যবান মতামত দিন: